উপনিবেশ
১.
দায়ের করতে চাওয়া অভিযোগসমূহ নিয়ে মহাভারত এক উপনিবেশ। নারী থেকে নারী অন্তর লাশে লাস্যে বিলাসে।
গুমনাম নদীদের সহবাসের প্রতিশ্রুতি দিয়ে বিশিষ্ট যোদ্ধাবর্গ ল্যাজামুড়ো সমেত নেটিভ মাছেদের তুলে নিচ্ছে সংক্রমিত জাল বিস্তারের দিকে। এই বিপন্ন অস্তিত্ব থেকেই প্রতিজ্ঞার জন্ম দিয়েছিল কুয়াশাদ্বীপে মৎস্যগন্ধা পরাশর।
সত্যবতী ইনিয়ে বিনিয়ে বলেছিল সত্যিকথা বল সত্যিকথা বল ভালোবাসলে সৎ হতে হয়। উত্তর দেয়নি কেউই এবং শান্তনু বৈধপতি, গঙ্গাকে কেন গঙ্গায় নিক্ষেপ করা হল।
ঘর আর ঘর আর ঘরানা হারানোর পর তাহাদের হৃদয়ের অম্বালিকা বোনেরা নিযুক্ত হয় পুনর্নিযুক্ত হয়, কান্নায় কান্নায় এত কানাকানি হয়, ভারতনাট্যমে গলে যায় তাহাদের মাস্কারা দুচোখের সোডিয়াম আত্নার নুন চিনি সব।
২.
স্থাপত্য ও স্থপতির মধ্যে কোন মেধাবী বন্ধুত্ব হল না। একই সাথে ক্রান্ত ও আক্রান্ত হল উপনিবেশ।
রমণীমোহনের বাইকের গতি সম্পূর্ণ থেমে গেলেও গমন থামে নি প্রান্তিকে। পাঁজাদিঘি----- পাঁজরদিঘির পানকৌড়ি মাথা ডোবাচ্ছে জলে----- এবং অমেয় ধানক্ষেত।
মাত্র সাড়েতিনহাত অস্তিত্বে ভ্রাম্যমাণ ভূখন্ড আমি...... রিসর্ট সন্ধ্যায় গুঁড়োগুঁড়ো ধূসর আমি.... তেলচিকন মেয়েরা আর ফ্রেমহীন চশমা মুছছেন বৃদ্ধ কন্টেল সর্দার। এরপর ক্ষীণ.... ক্ষীণতর হচ্ছে ধামসা মাদল কোপাইএর দিকে। দমদার ধামাকায় বুলডোজার। ভীষণ বিদগ্ধ কাকতাড়ুয়া আস্তিন গুটিয়ে ধম্মের কুকুরের মত ছেড়ে দিচ্ছে উজাড় কান্না আউর উজড়ি হুঈ গাঁও-------- শ্রমে ও ভ্রমে।
হাওয়াবাদী মোরগের দেহসন্ধি থেমে এলে আর ক্রান্তি ডাক ডাকে না। দড়কচা বেগুনের অস্তিত্ব থেকে উঁকিমারা তুঁষ আগুনেই তন্দুরি রুটি আর বেগুনভর্তা বানাচ্ছেন ভাঁড়েচুমু রমণীমোহন প্রোমোটার।
সিদ্ধান্তেই আসা যাক----- সবটাই ভেঙে গেলে, প্রত্যাশার এঁটোকাঁটা একটুও না লেগে থাকলে ডানার বিষ্ঠা ঝেড়ে ফেলে উড়ে যায় শেষতম চিল।
৩.
অমৃতসম উপনিবেশে বিষ আর অমৃত সমানুপাতিক উগড়ে দিয়ে পরজন্মে অম্বা হল শিখণ্ডী হিজরা। ইঁদারাপারের কাজলি সর্দারনী পিংকি প্রামাণিকের নাম ভাঙিয়ে এখন নাচনী সভা রমরমাচ্ছে আর বলছে ডান্সরক। রক ডান্সে হেডব্যাং দিচ্ছে পিংকি।
নুনুয়ার বাপ লুঙ্গিটা একটু তুলে বসলেই কাজলি সর্দারনীর চোখ পিচুটি হয়ে চিপকে থাকতো সেই দিকে। একে কি বিকৃতি বলব? আকার বিকার নিরাকার সবটাই বড় বেশী ভঙ্গুর।
বৃদ্ধা বৃহন্নলা নির্বাণসুরে কৃষ্ণনাম গাওয়ার চেষ্টা করছে, নেশা & পেশা বদলাচ্ছে ----- পারছে না। এতদিন সে ফাঁকা যৌন আওয়াজ তুলেছে তালি দিয়ে------- শপিংমল যৌবনে ইয়ে মাহোল সাইবার যৌন সেরে নিয়ে তোয়ালেয় মুছে নিচ্ছে "হাই বেবি!" প্রত্যঙ্গ। মাউসেরা তখন ইঁদুর হয়ে কেটে যাচ্ছে রাতঘুড়ির লেজ.....
প্রাতঃভ্রমণের অভ্যাসে আমি আর আপনি দেখছি ভাঙা ইঁদারার পাশে রোদশুকনো উপনিবেশ----- বুলুকানি ট্রেনের ভিকিরির ভাঙা হারমোনিয়ামটা------- নয়নকোরক আর পাঁজররিড।
১.
দায়ের করতে চাওয়া অভিযোগসমূহ নিয়ে মহাভারত এক উপনিবেশ। নারী থেকে নারী অন্তর লাশে লাস্যে বিলাসে।
গুমনাম নদীদের সহবাসের প্রতিশ্রুতি দিয়ে বিশিষ্ট যোদ্ধাবর্গ ল্যাজামুড়ো সমেত নেটিভ মাছেদের তুলে নিচ্ছে সংক্রমিত জাল বিস্তারের দিকে। এই বিপন্ন অস্তিত্ব থেকেই প্রতিজ্ঞার জন্ম দিয়েছিল কুয়াশাদ্বীপে মৎস্যগন্ধা পরাশর।
সত্যবতী ইনিয়ে বিনিয়ে বলেছিল সত্যিকথা বল সত্যিকথা বল ভালোবাসলে সৎ হতে হয়। উত্তর দেয়নি কেউই এবং শান্তনু বৈধপতি, গঙ্গাকে কেন গঙ্গায় নিক্ষেপ করা হল।
ঘর আর ঘর আর ঘরানা হারানোর পর তাহাদের হৃদয়ের অম্বালিকা বোনেরা নিযুক্ত হয় পুনর্নিযুক্ত হয়, কান্নায় কান্নায় এত কানাকানি হয়, ভারতনাট্যমে গলে যায় তাহাদের মাস্কারা দুচোখের সোডিয়াম আত্নার নুন চিনি সব।
২.
স্থাপত্য ও স্থপতির মধ্যে কোন মেধাবী বন্ধুত্ব হল না। একই সাথে ক্রান্ত ও আক্রান্ত হল উপনিবেশ।
রমণীমোহনের বাইকের গতি সম্পূর্ণ থেমে গেলেও গমন থামে নি প্রান্তিকে। পাঁজাদিঘি----- পাঁজরদিঘির পানকৌড়ি মাথা ডোবাচ্ছে জলে----- এবং অমেয় ধানক্ষেত।
মাত্র সাড়েতিনহাত অস্তিত্বে ভ্রাম্যমাণ ভূখন্ড আমি...... রিসর্ট সন্ধ্যায় গুঁড়োগুঁড়ো ধূসর আমি.... তেলচিকন মেয়েরা আর ফ্রেমহীন চশমা মুছছেন বৃদ্ধ কন্টেল সর্দার। এরপর ক্ষীণ.... ক্ষীণতর হচ্ছে ধামসা মাদল কোপাইএর দিকে। দমদার ধামাকায় বুলডোজার। ভীষণ বিদগ্ধ কাকতাড়ুয়া আস্তিন গুটিয়ে ধম্মের কুকুরের মত ছেড়ে দিচ্ছে উজাড় কান্না আউর উজড়ি হুঈ গাঁও-------- শ্রমে ও ভ্রমে।
হাওয়াবাদী মোরগের দেহসন্ধি থেমে এলে আর ক্রান্তি ডাক ডাকে না। দড়কচা বেগুনের অস্তিত্ব থেকে উঁকিমারা তুঁষ আগুনেই তন্দুরি রুটি আর বেগুনভর্তা বানাচ্ছেন ভাঁড়েচুমু রমণীমোহন প্রোমোটার।
সিদ্ধান্তেই আসা যাক----- সবটাই ভেঙে গেলে, প্রত্যাশার এঁটোকাঁটা একটুও না লেগে থাকলে ডানার বিষ্ঠা ঝেড়ে ফেলে উড়ে যায় শেষতম চিল।
৩.
অমৃতসম উপনিবেশে বিষ আর অমৃত সমানুপাতিক উগড়ে দিয়ে পরজন্মে অম্বা হল শিখণ্ডী হিজরা। ইঁদারাপারের কাজলি সর্দারনী পিংকি প্রামাণিকের নাম ভাঙিয়ে এখন নাচনী সভা রমরমাচ্ছে আর বলছে ডান্সরক। রক ডান্সে হেডব্যাং দিচ্ছে পিংকি।
নুনুয়ার বাপ লুঙ্গিটা একটু তুলে বসলেই কাজলি সর্দারনীর চোখ পিচুটি হয়ে চিপকে থাকতো সেই দিকে। একে কি বিকৃতি বলব? আকার বিকার নিরাকার সবটাই বড় বেশী ভঙ্গুর।
বৃদ্ধা বৃহন্নলা নির্বাণসুরে কৃষ্ণনাম গাওয়ার চেষ্টা করছে, নেশা & পেশা বদলাচ্ছে ----- পারছে না। এতদিন সে ফাঁকা যৌন আওয়াজ তুলেছে তালি দিয়ে------- শপিংমল যৌবনে ইয়ে মাহোল সাইবার যৌন সেরে নিয়ে তোয়ালেয় মুছে নিচ্ছে "হাই বেবি!" প্রত্যঙ্গ। মাউসেরা তখন ইঁদুর হয়ে কেটে যাচ্ছে রাতঘুড়ির লেজ.....
প্রাতঃভ্রমণের অভ্যাসে আমি আর আপনি দেখছি ভাঙা ইঁদারার পাশে রোদশুকনো উপনিবেশ----- বুলুকানি ট্রেনের ভিকিরির ভাঙা হারমোনিয়ামটা------- নয়নকোরক আর পাঁজররিড।