15 June, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

kobi

রমিত দে |প্রণব চক্রবর্তী | অমিতাভ মৈত্র |মাণিক সাহা |সব্যসাচী সান্যাল |জপমালা ঘোষরায় |রবীন্দ্র গুহ |ইন্দ্রজিৎ দত্ত |পীযূষকান্তি বিশ্বাস |সোনালী মিত্র |নীলাব্জ চক্রবর্তী |সুবীর সরকার |রাধে ঘোষ |রিমি দে |পায়েলী ধর |শমীক ষান্নিগ্রাহী |কুমারেশ তেওয়ারী |ফারাহ্ সাঈদ |শুভ আঢ্য | অগ্নি রায় |দীপঙ্কর দত্ত

পায়েলী ধর

সামগান

১/ রবসো নেহা লাগাও রে মনবা....

মরসুমগুলো ঝরে পড়ছিল।
ঠিক যেমন করে ঝরে যায় ঘুমগান।
ভেজা বর্ষাতি টিউনিকের সোঁদা গন্ধ মুছে-
উঠে এল কাঁধ বরাবর।
বৃষ্টি ভাগ হল। সাথে কিছু নিষিদ্ধ সমস্রোত।
বসন্তকে মালা পরাবে বলে--
দু'টো লিপগ্লস- দু'টো বিন্দিয়া- দু'জোড়া ভ্রুভঙ্গ-
চুমুর পাত্র উপচে দিল প্রজাপতি রঙে।
একজন বাহার সোহাগ এখন অনায়াসে বলতে পারে-
বেহাগ আমার স্পর্শজাত মেয়ে।

২/ চল তব সন্ত পবন মতবারি....

ঋতু- সপ্তাহ পেরিয়ে এসে ফুল চাইলো--
নতুন জন্মে ওর নাম হোক আগুন।
মোম-মোম গলে যাওয়া বাড়ন্ত খাঁজ-
নাহয় এবার বজ্র সাজুক।
কোনও বারণ না মানার বিধান খুঁটে খাক-
একই অন্তর্বাস- নাভি- জিভ- থুতু- লালা- উদগার।
বেহতা স্রোত, তুমি তো জানো;
তোমারই বিপরীতে ওদের নাক- চোখ- মুখ-
একই সাঁচে গড়া।
একই ধাঁচে ওদের ঠোঁট বুকে নেমে আসে।
আর শতাব্দী শোনে দু'জন মানবীর গল্প।
অথচ, পুণ্যিপুকুর সাঁতরে তখন সবেমাত্র-
জন্ম নিচ্ছে যুগল ঈশ্বরী।

৩/ মোসে ছল কীয়ে যায়....

তেমন কোনও মৌরস ভিজিয়ে দেয়নি কৃষ্ণখাত।
ওখানেও জানি সন্ধি থাকে।
থাকে পর্দা ঢাকা অনুরাগ।
হাজার বিনিময় একের সাথে এক জুড়ে-
একটা উত্তরজন্ম চেয়েছিল।
পাশা বদলের চাল শিখিয়েছে-
কোনও কোনও সূত্রে নিজেরই কেবল পুনর্জন্ম হয়।
আগামী লেখে-
একে একে শূন্য... শূন্যে শূন্যে ক্ষয়....
অতঃপর রূপান্তরের কথা..... 

Facebook Comments


Google Comments