15 June, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

kobi

রমিত দে |প্রণব চক্রবর্তী | অমিতাভ মৈত্র |মাণিক সাহা |সব্যসাচী সান্যাল |জপমালা ঘোষরায় |রবীন্দ্র গুহ |ইন্দ্রজিৎ দত্ত |পীযূষকান্তি বিশ্বাস |সোনালী মিত্র |নীলাব্জ চক্রবর্তী |সুবীর সরকার |রাধে ঘোষ |রিমি দে |পায়েলী ধর |শমীক ষান্নিগ্রাহী |কুমারেশ তেওয়ারী |ফারাহ্ সাঈদ |শুভ আঢ্য | অগ্নি রায় |দীপঙ্কর দত্ত

সোনালী মিত্র

বৃষ্টি শহরে

বৃষ্টি কখনোই একা ভিজতে জানে না
জলসোহাগে লাগে আঙ্গুল স্পর্শ দাহ্যতা
নিয়ম না মানা ঠোঁট
বৃষ্টি আমার কাছে বায়োলজিক্যাল সেগমেন্ট
রাত পর্যন্ত জৈবিক মিরাকেল,
তারপরেই জাদুদণ্ডের অঘোষিত ভানুমতি খেল
বৃষ্টি ভিজলেই এখন জলজ আদরের কথায়
একটা মাছরাঙার কাদামাখা চোখ মনে পড়ে
লবণমাখা রুমাল বাসি প্রেমিকের সমুদ্রখ্যাপানো
উন্মাদে ঢেউদের কৌমার্য ছেড়ে যাওয়ার কথা
মনে পড়ে।
আর বৃষ্টি নামিও না।  আর বর্ষা ডেক না।
নুনজলে ভরে গিয়েছে চোখের খাল-বিল।
স্রোতের অহংকার নিয়ে ছুঁয়ে যাচ্ছি গ্লুকোমা থেকে
গ্লুকোমা মাইল ফলক, সৃষ্টির গান্ধারী হব বলে।


কৃষ্ণবিবর

তারাখচিত ধাবা।  ধুধু বিশলাখি চাকামাতম।  আহাঃ প্রান্তিকট্রাক -
ট্রাক-ট্রাক, আহাঃ পরীযোনিধাবা, চোদ্দআনাগরম।
ফার্মালিনব্রাহ্মণরাত।  হুডখোলা প্রান্তরে উলঙ্গবন্দর।  আসে ত্যাজ্যযোনি
বাবু, রাতের অভাব জানি।  জানু-জানু-জানুউ।  কাতুকাতুমাখা দেহাতিট্রাক,
টইটম্বুর, রাতটম্বুর, শ্বাসটম্বুর, 'খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর'।
হে, সার্ফসফেদদ্রবণ, হে আকন্দক্ষয়, শাদা, মিহিনদুধশাদা, সাধি, সাধ্যাতীত নাও।
পেছনে ট্রাকআলো, মেঘআলো, চিন্তিত একবিন্দু।
কড়কর, কড়কড়ে, ঘামমাখা টাকা একশো কুড়ি।
চিন্তিতসরণ, স্মরণ, শরম, সতীসাধ্বী পয়মুখতদেহ, ওগো রাখালিরাধা
ওগো, সখিমোর লিঙ্গসাধা।

কেন ফোঁটা ফোঁটা গোলাপজল।  জালভৈরব।  ক্ষয়জয়, জয়ক্ষয়
দুঃখট্রাক পরিপাট নিখাত নিখাত।
জ্বলতব্য বুকপাথর, প্রথমসোহাগ শালি মাসিমণি মেয়ে।  তারপর, তারপর
অনেকটা ধনঞ্জয়।  কৃষ্ণবিবর, নিকুচি করেছি মাগি,  শ্রেষ্ঠ ইন্দ্রজয়।
মাটিরাস্তা, পিচরাস্তা।  রাতরাস্তা।  যৌনমেদুর।
মাগি, এ-সস্তারাতে, ফাঁকা ধাবায়, তারাদের যৌনকেলী

এসো ছল, খল, মল, জল, ও অপ্সরা
এসো, বিবিধ
নলে ঝরে শেষসভ্যতার বীর্য

Facebook Comments


Google Comments