15 June, 2016 * Editor: Dipankar Dutta * Email: deepankar_dutta@yahoo.co.in * Mobile: 9891628652 * Delhi

kobi

রমিত দে |প্রণব চক্রবর্তী | অমিতাভ মৈত্র |মাণিক সাহা |সব্যসাচী সান্যাল |জপমালা ঘোষরায় |রবীন্দ্র গুহ |ইন্দ্রজিৎ দত্ত |পীযূষকান্তি বিশ্বাস |সোনালী মিত্র |নীলাব্জ চক্রবর্তী |সুবীর সরকার |রাধে ঘোষ |রিমি দে |পায়েলী ধর |শমীক ষান্নিগ্রাহী |কুমারেশ তেওয়ারী |ফারাহ্ সাঈদ |শুভ আঢ্য | অগ্নি রায় |দীপঙ্কর দত্ত

ফারাহ্ সাঈদ

বন্ধ কেন হবে গাছ

গানক্লান্ত বন্ধ কেন হবে গাছ
ওহে ক্লিভলেন ! বৃষ্টিফোঁটা নয়
বরং সিগারেট খাবো আজ

বৃষ্টিফোঁটারা হামা দিতে জানে না
কেননা তারা হামা দিতে জানে না

সফরে লেখা চিঠির হিম
উল্টোখামেও পাঠানো গ্যালো না

কেবল খুলে দিতে পারি গান
লেন বাইলেন গাছের সমান

দ্যখো, আমাদেরই নিরাকার গ্রহে
উযমা নেমে যাচ্ছে ধীরে !


প্রেক্ষাগৃহ

পুরুষময় সংলাপে ডুবে যাওয়া আবার ভেসে ওঠা ভেটিকান দেখি।
পর্দায় নিষ্পলক তাকিয়ে থাকা ছাড়া আজকাল ঈশ্বরের আর তেমন কিছু করার নেই।
তাঁর যাবতীয় অনুচরেরা উচ্চতাহীন চেয়ারের কোরাস শুনে হয়ত চলে গেছেন,  সেই কবে।
রক্তের গভীরে যিনি ঘুমিয়ে আছেন তবে কি তিনি ছায়াছবির নিকটতম আত্মীয় ?
নদীর মতই সহসা ইন্টারভেলে আমরা জেগে উঠি।  কম্পমান! লাস্যময়ীর ছুঁড়ে দেয়া
সাসপেন্স এড়িয়ে শুকনো মৌসুম সহসা সীটের তলায় জীবন্ত পলিমাটি জমা করে !
এরি মেঝে কোজাগরী পাপের দৃশ্য মুছে নিয়ে যান আমাদের নিধুবাবু।  সটান ঝংকারে !

Facebook Comments


Google Comments